Some Works
গিলাতলা শেখপাড়া বাইতুল ফালাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2025 সালের জানুয়ারি মাসে শিক্ষা সফরে বের হন। তাকে কেন্দ্র করে একটি ভ্রমণের ব্যানার তৈরি করা হয় যেটা তৈরী করেছেন মুহাম্মাদ সাইফুল্লাহ হাদিয়া টিউন থেকে।
ভ্রমণের স্থানসমূহঃ সাফারি পার্ক, ঐতিহাসিক লালবাগ কেল্লা, জাতীয় চিড়িয়াখানা, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, হাতিরঝিল পার্ক, জাতীয় জাদুঘর, মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ইত্যাদি।
উল্লেখিত তারিখে মাদ্রাসার কিছু ছাত্র এবং শিক্ষকবৃন্দ শিক্ষা সফরটি সফল করে তোলেন।
মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, হাফেজ মাওলানা মোঃ সালাউদ্দিন। এবং সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, হাফেজ মোহাম্মদ ইউসুফ সরদার।
আপনারা জানেন হাদিয়া টিউন একটি ইসলামিক রেকর্ড লেবেল, যেখানে শিল্পীদের প্রতিভাকে কাজে লাগিয়ে ইসলামিক গজল, হামদ, নাতে রাসুল, কোরআন তেলাওয়াত, ইত্যাদি রেকর্ডিং করা হয়, এবং ভিডিও শুটিংয়ের পরে থাম্বেল তৈরি করতে হয়, এখানে কিছু ভিডিওর থাম্বনেল দেওয়া আছে যেগুলো স্টুডিও থেকে তৈরি করা হয়েছে।
কিছু গানের শিরোনামঃ যেমন, ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, আধুনিক নারী, সোনার মদিনা, আমি এতিম হয়ে, আস্তাগফিরুল্লাহ, যদি নাত লিখতে লিখতে, এলো খুশির ঈদ, দরুদে মুহাম্মদ, বাবা তোমার পাশে, মাগো তুমি সবচেয়ে ভালো, নবীজির আগমনে, ওই খুঁটিহীন নীল আকাশ, সেহরি খাব রাখব রোজা, তোমার নামে যদি, রাসেল ভাইপার ইস্যু, রমজানেরই মাসএলো, আল্লাহু আল্লাহ, ইত্যাদি।
Singer: Md Shah Jalal
Lyricist: Hashim Miyan Sahab
Composer: Hashim Miyan Sahab Sound
Designer: Muhammad Saifullah
Video Director: Amin Muhammad Vai
Cinematographer: Usama Ach Saifi
Co-Director: Md Shah Jalal
Editor: Muhammad Saifullah
Audio & Video: MS Production
Artists: Amin Muhammad Vai, Khan Sumon, Tauhid, Abdus Salam, Ebadat, Muhammad Saifullah, Md Shah Jalal
Location: Khulna Rail Bridge, Shochib Bari
GFX: Muhammad Saifullah
Label: Hadiya Tune
প্রিয় ভিউয়ারস, উন্নত এবং সুন্দর ভিডিও মেকিং এর জন্য স্পন্সর এবং ডোনেশন একটা ফ্যাক্ট । আমাদের আয়োজনগুলো তৈরিতে এর শুন্যতা ভীষণ । আল্লাহর রহমত, নিজেদের প্রচেষ্টা এবং আপনাদের অব্যাহত ভালোবাসায় আমাদের এগিয়ে চলা । আশাকরি আপনার সুযোগ থাকলে ভিডিও তৈরিতে স্পন্সর অথবা ডোনেট করে এ পথচলাকে বেগবান করবেন ইনশাআল্লাহ | শিল্পীদের জন্য সুখবর ! সহজ শর্তে অল্প খরচে হাদিয়া টিউন স্টুডিওতে ইসলামী সঙ্গীতের অডিও ভিডিও তৈরির সুযোগ | এছাড়াও কম খরচে ভর্তির বিজ্ঞপ্তিসহ সবধরণের বিজ্ঞাপন রেকর্ড করা হয় | ঠিকানাঃ ইসলামবাগ, নিরালা, খুলনা-9100 বাংলাদেশ । যোগাযোগঃ +880 1874-400050 +880 1944-015250