দুরূদে মোহাম্মদ (সাঃ)

কথা: হাবিবুল মুরসালীন সুর: মুহাম্মাদ সাইফুল্লাহ

******** লিরিক্স ********

আল্লাহুম্মা সাল্লিআলা সাইয়েদীনা মোহাম্মাদিন
ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন
আল্লাহুম্মা সাল্লিআলা সাইয়েদীনা মোহাম্মাদিন

যার নাম আছে লেখা প্রভুরও আরশে
আলোকিত হলো ধরা তারই পরশে
তার নামেতে দূরুদ পড়ি আমরা প্রতিদিন
আল্লাহুম্মা সাল্লিআলা সাইয়েদীনা মোহাম্মাদিন

যার কারণে মা আমিনা ধন্য হলো
আরব দেশে তার অছিলায় শান্তি এলো
তার নামেতে সালাম ভেজি আমরা নিশীদিন
আল্লাহুম্মা সাল্লিআলা সাইয়েদীনা মোহাম্মাদিন

যার অছিলায় নাজিল হলো পবিত্র কোরআন
তার অছিলায় ধন্য হলো সারাটি জাহান
তার নামেতে দূরুদ পড়ি আমরা প্রতিদিন
আল্লাহুম্মা সাল্লিআলা সাইয়েদীনা মোহাম্মাদিন

নবিজীর আগমনে

কথা: এম ডি শাহ জালাল সুর: মুহাম্মাদ সাইফুল্লাহ

******** লিরিক্স ********

নূর নাবীজির আগমনে ধন্য হলো ধরা
দোজাহানের বাদশা তুমি ওগো কামলিওয়ালা
তাইতো তুমি মোমিন হৃদে খুশিরো দোলা
সাল্লাল্লাহ সাল্লাল্লাহ মুহাম্মাদ রসূলুল্লাহ।

এতিম হয়ে এলেন তিনি কোলে মা আমিনার
উম্মতের লাগি অশ্রু ঝরায় সোনার মাদিনায়
ওগো নাবী ধ্যানের ছবি দেখা কেন দাওনা
সাল্লাল্লাহ সাল্লাল্লাহ মুহাম্মাদ রসূলুল্লাহ।

তোমার আগমনে ঘুচে গেল জাহেলিয়াতের যুগ
অন্যায় রাহাজানি মিটে গেল এলো পরম সুখ
পরলো সবে তোমার প্রেমে তাওহীদের মালা
সাল্লাল্লাহ সাল্লাল্লাহ মুহাম্মাদ রসূলুল্লাহ ।

দুই দিনের দুনিয়া

কথা: হাবিবুল মুরসালীন সুর: হাবিবুল মুরসালীন

******** লিরিক্স ********

দুইদিনেরই দুনিয়াতে আছো তুমি ডুবে
কখন যেন চলে যাবে মায়ার ভুবন ছেড়ে
চলে যাবে একাএকা কেউতো যাবে না
বাশ বাগানে মাটির নিচে হবে ঠিকানা

বিলাস বহল বাড়ি গাড়ি সবই পড়ে রবে
ছেলে মেয়ে কেউ যাবে না সবাই যাবে ভুলে
টাকা পয়সা সেদিন তোমার কাজে আসবে না
চলে যাবে শূন্য হাতে কবর ঠিকানা

দুইদিনেরই দুনিয়াতে আছো তুমি ডুবে
কখন যেন চলে যাবে মায়ার ভুবন ছেড়ে

ভয়ানক কবরেতে থাকতে হবে তোমাকে
সাথী নাই বাতি নাই অন্ধকার কবরে
তিনটা টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে
জানাজাটা পড়া হলে রেখে আসবে গোরে

দুইদিনেরই দুনিয়াতে আছো তুমি ডুবে
কখন যেন চলে যাবে মায়ার ভুবন ছেড়ে

আস্তাগফিরুল্লাহ

কথা: মুহাম্মাদ সাইফুল্লাহ সুর: মুহাম্মাদ সাইফুল্লাহ

******** লিরিক্স ********

আস্তাগফিরুল্লাহ
ভুল কিছু করে বল-আস্তাগফিরুল্লাহ
মাফি চাও আর বল-আস্তাগফিরুল্লাহ
সকল সময়ে বল-আস্তাগফিরুল্লাহ

শুরুতে সব কাজে বল-বিসমিল্লাহ
ভালো কিছু শুনে বল-সুবহানাল্লাহ
শুকুর আদায়ে বল-আলহামদুলিল্লাহ

খাওয়ার শুরুতে বল-বিসমিল্লাহ
ভালো কিছু দেখে বল-মাশাআল্লাহ
খাওয়ার শেষে বল-আলহামদুলিল্লাহ

পড়ার শুরুতে বলো-বিসমিল্লাহ
জ্ঞান বাড়াতে বল-রাব্বি জিদনি ইলমা
হাঁচি এলে বলো-আলহামদুলিল্লাহ

কারো সাথে দেখা হলে-সালাম জানাই
বিদায়েতে-ফি আমানিল্লাহ, জানাই
কৃতজ্ঞতাতে-জাযাকাল্লাহ, জানাই

হাঁচির উত্তরে-ইয়ারহামুকাল্লাহ
বিপদ আপদে-লা ইলাহা ইল্লাল্লাহ
দুঃসংবাদে বলো-ইন্নালিল্লাহ

রাসেল ভাইপার ইস্যু

কথা: মুহাম্মাদ সাইফুল্লাহ সুর: আমির হামজা

******** লিরিক্স ********

রাসেলস ভাইপার আসলো দেশে কেন ব্রাদার জানেন
আমরা কজন বলছি ও ভাই কান লাগিয়ে শোনেন
এই প্রাণী ছিল দেশে শত বছর আগে
নতুন করে বাড়ছে আবার এখন দেখি সবে
খালে দিলে উঠান ঘরে শুনি দেখা যাচ্ছে
তার কামড়েই নাকি অনেক মানুষ মারা যাচ্ছে
কিছু সংখ্যক মানুষ আছে যাদের কাম কাজ নাই
সোশ্যাল মিডিয়াতে তারা বিভ্রান্তি ছাড়াই
ফেসবুকেতে ঢোকাই যায়না একই যন্ত্রণা
ঢোড়া সাপ কে ভাইপার বলে একি ছলনা।

একি শুরু হইলো মামা কারো জানা নেই
এসব গজব আসছে দেশে মোদের কারণেই।

আসুন এবার কোকাকোলার দিকে ফিরে চায়
ইসরাইলি পণ্য এসব তোমাদের বোঝাই
জন্ম থেকে জ্বলছে ওরা যার নাম ফিলিস্তিন
এই ইসরাইল ওদেরকে চাই করতে পরাধীন
আমরা দেশের মানুষ হচ্ছি অনেক বোকা ভাই
হাটবাজারে গিয়ে খুঁজি ওদের পণ্য তাই
আমগো দেশের কিছু বোকা করতে ওদের প্রমোট
জনগণের কাছে তারা খেয়ে গেল ধমক
আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না
উল্লেখিত এসব সবই তারই নমুনা।

একি শুরু হইলো মামা কারো জানা নেই
এসব গজব আসছে দেশে মোদের কারণেই ।

আল্লাহ বলেন মানুষ তুই আশরাফুল মাখলুকাত
তোকে আমি পাঠিয়েছি করতে ইবাদাত
ইবাদাত তো থাকলেই পড়ে খাচ্ছি সুদ ঘুষ
ওগো মুসলমান তোমার কবে হবে হুশ
তুমি কি দেখনা দেশে আসছে আজাব গজব
সময় থাকতে হুশিয়ার হও করতে খোদার স্মরণ ।

একি শুরু হইলো মামা কারো জানা নেই
এসব গজব আসছে দেশে মোদের কারণেই ।

ঈদুল আজহার দিন

কথা: এম ডি শাহ জালাল সুর: এম ডি শাহ জালাল

******** লিরিক্স ********

খোদার কাছে নিজেকে আজ করতে বিলীন
এলো ফিরে বছর ঘুরে ঈদুল আযহার এই দিন
ভেদাভেদ ভুলে ধনী গরিব সবে মিলি এই দিন
ঈদুল আযহার এই দিন এলো ঈদুল আযহার এই দিন।

ইব্রাহিমের ত্যাগের মতো তুমিও হও দৃঢ়
মনের পশুকে কতল করে খোদার কাছে হও প্রিয়
অহমিকার চাদর খানি ফেলে দেয় সকল মমিন
ঈদুল আযহার এই দিন এলো ঈদুল আযহার এই দিন।

নিজেকে পরিশুদ্ধ করি এই বিশেষ দিনে
আমার কোরবানি কবুল হবে এই আশা নিয়ে
হে মহিয়ান আমার কোরবানি কবুল করে নিন
ঈদুল আযহার এই দিন এলো ঈদুল আযহার এই দিন।

নদী তুই ভাসিয়ে দিলি ঘর

কথা: মুহাম্মাদ সাইফুল্লাহ সুর: মুহাম্মাদ সাইফুল্লাহ

******** লিরিক্স ********

নদীর তীরে ঘর বানাইলাম কত আশা করিয়া
সেই ঘর হইল না আপন ভাসাই নিল সব।

আমার প্রতি নেই দয়া তুই করলি আমায় পর
তোর কিনারে বেঁধেছিলাম আমার ছোট্ট ঘর
এক নিমিষে ভাষায় দিলি আমায় করে পর।

আকাশ যখন ডেকে ওঠে লাগে আমায় ভয়
বৃষ্টি হলে কখন যেন প্রবল বন্যা বয়
ঝড় তুফান ঐ এলোই বুঝি ভাসায় নিতে ঘর।

কত সুখে ছিলাম আমরা বেঁধে সুখের ঘর
তোর কিনারে থাকতাম তুই করলি মোদের পর
প্রিয় পরিবার নিয়ে এখন কোথায় চলি বল।

তুমি আমার প্রিয় মামা

কথা: মুহাম্মাদ জুনায়েদ সুর: মুহাম্মাদ জুনায়েদ

******** লিরিক্স ********

মিষ্টি ছোয়ার ছোয়ার পরশ পেয়ে নতুন করে বাচি
মন ভোলানো ডাকে যে যায় দুঃখ আমার ঘুচি
তোমার স্নেহের শীতল ছায়ায় আমার ছবি দেখি
তুমি আমার প্রিয় মামা তোমায় ভালোবাসি
চাঁদ রূপালী মুখটি তোমার মিষ্টি চাঁদের হাসি
তুমি আমার প্রিয় মামা তোমায় ভালোবাসি।

শিখবো কোরআন তাসবিহ কালাম তোমার পাশে বসে
দুষ্টুমি আর খুনসুটিতে কাটবে সময় হেসে
রাখবে ধরে শক্ত হাতে দ্বীন ঈমানের খুঁটি
সহজ হবে জান্নাতি পথ ঈমান হবে খাটি,
নেক মাকসাদ করতে পূরণ থেকো পাশাপাশি।
তুমি আমার প্রিয় মামা তোমায় ভালোবাসি
চাঁদ রূপালী মুখটি তোমার মিষ্টি চাঁদের হাসি
তুমি আমার প্রিয় মামা তোমায় ভালোবাসি।।

ইচ্ছে জাগে এই মনেতে সাজবো হাজির সাজে
করব নয়ন অশ্রু সজল খানায় কাবা দেখে
তাওয়াফে সবক নেব আর পড়বো মোরা কোরআন
নাও ডেকে নাও তোমার ঘরে হে প্রভু মহান,
জপতে জপতে তাসবিহ মালা হাটবো পাশাপাশি।
তুমি আমার প্রিয় মামা তোমায় ভালোবাসি
চাঁদ রূপালী মুখটি তোমার মিষ্টি চাঁদের হাসি
তুমি আমার প্রিয় মামা তোমায় ভালোবাসি।।

ঘুরতে চলো সেই জমিনে ঘুমিয়ে যেথায় নাবী
করবো সালাম রওজা পাকে কাটবো হেথায় চুমি
করব শীতল চক্ষু যুগল ওই মদিনার পানে
চরন ছোঁয়া ধূলিকণা মাখবো এই বদনে,
তোমার সাথে ঘুরবো ভেবে সুখ সাগরে ভাসি।।

নাবী গো তোমারি প্রেমে

কথা: মুহাম্মাদ জুনায়েদ সুর: মাহবুব হাসান সাকিব

******** লিরিক্স ********

নাবী গো তোমারি প্রেমে আমি পাগলপারা
আধার এ ভুবনের আলোক তুমি কামলিওয়ালা
তুমি যে, সাল্লিয়ালা নবী দো-জাহানের বাদশা

আধার এ ধরণী যবে পেল তোমার ছোঁয়া
নূরে তোমার হল নূরানী এ জগত সারা
তুমি যে সাল্লিয়ালা নবী দো-জাহানের বাদশা

তোমারি মায়ায় কাঁদে আজও ওহুদ পাহাড়
তোমারি মায়ায় ঝরায় বারি এ কূল জাহান
তুমি যে সাল্লিয়ালা নবী দো-জাহানের বাদশা।।

Scroll to Top